{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

ঈশ্বরদীতে অনার শোরুম উদ্বোধন, বিশেষ অফার

প্রকাশঃ
অ+ অ-

বিজ্ঞপ্তি

ফিতা কেটে 'অনর' ঈশ্বরদী শোরুমের উদ্বোধন করছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের শিমুল শর্মা ও লামিমা লাম  | ছবি: পদ্মা ট্রিবিউন 

ঈদুল আজহা সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন হলো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের 'অনার' নতুন বিক্রয়কেন্দ্র। 

সোমবার বিকেলে উপজেলা সদরের নাসিম টাওয়ারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এর উদ্বোধন করেন জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর জুটি শিমুল শর্মা ও লামিয়া লাম। 

উদ্বোধনী আয়োজনে মল্লিক অ্যাগ্রো ফুড অটো রাইসমিলের স্বত্বাধিকারী সাহাব উদ্দিন মল্লিক নান্নু ও অনার বাংলাদেশের বিক্রয় বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ উপহার ও ডিসকাউন্ট। পাশাপাশি, 'ঈদ লটারি ক্যাম্পেইন'-এর আওতায় অনার স্মার্টফোন বা ট্যাবলেট কিনলে লটারিতে জেতার সুযোগ মিলবে। এই অফার চলবে ঈদুল আজহার দিন পর্যন্ত। 

প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়, ভবিষ্যতে নতুন ডিভাইস ও আকর্ষণীয় অফার নিয়ে বাজারে আসবে তারা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন