[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টি–টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক লিটন, সহ–অধিনায়ক মেহেদী

প্রকাশঃ
অ+ অ-

ক্রীড়া প্রতিবেদক

লিটন দাস অধিনায়ক | ছবি: ক্রিকইনফো

লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এ সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটনকে।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। আজ বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন।

মেহেদীকে সহ–অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে নাজমূল জানিয়েছেন, শুধু এই দুটি সিরিজের জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তাঁরা।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ওই সিরিজের যাঁরা দলের ছিলেন, তাঁদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাঁদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

টি–টোয়েন্টি দলের নতুন সহ–অধিনায়ক মেহেদী হাসান | আইসিসি

চোটের কারণে জায়গা হয়নি তাসকিনের। তাঁর অধিনায়ক হওয়া নিয়েও মাঝে কথা উঠেছিল। তবে চোটের কারণে বিশ্রাম দিয়ে দিয়ে খেলতে হবে। এ জন্য লিটনের সঙ্গে টি–টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে নাম আসেনি তাঁর।

১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তান সফরের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন