প্রতিনিধি পাবনা
![]() |
পাবনার আটঘরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে দলটি।
শুক্রবার বিকেলে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। এতে উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম বলেন, 'বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতে তাদের কার্যালয়ে হামলা চালায়। তারা নেতা-কর্মীদের কুপিয়ে ও মারধর করে এবং অফিস ও পার্ক করা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করে।'
সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিনসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, ‘উভয় পক্ষের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, বৃহস্পতিবার দেবোত্তর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিরোধের জের ধরে দুই পক্ষ একে অপরের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলেছে।
আরও পড়ুন
আটঘরিয়ায় অফিস ও ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়ার অভিযোগে জামায়াতের বিক্ষোভ |
আরও পড়ুন
আটঘরিয়ায় কলেজ কমিটি গঠন নিয়ে বিএনপি–জামায়াত বিরোধ, পাল্টাপাল্টি দলীয় কার্যালয় ভাঙচুর |