[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

প্রকাশঃ
অ+ অ-
গর্ত থেকে উঠিয়ে আনা হচ্ছে শিশুটিকে। আজ রাত সাড়ে আটটায় রাউজানের কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া একটি গর্তে পড়ে যাওয়া শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু মেজবাহ উদ্দিন।

শিশুটি ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির ঘর থেকে ৩০ থেকে ৪০ ফুট দূরে চার–পাঁচ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে সেখানে নলকূপ বসানো হয়নি। বিকেলে খেলতে গিয়ে শিশুটি ওই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকাজের এক পর্যায়ে গর্তের ১২ ফুট নিচে শিশুটির অবস্থান নিশ্চিত করা হয়। পরে পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করা হয়। আশপাশের লোকজনও উদ্ধারকাজে অংশ নেন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা যায়। রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। প্রায় ৩০ ফুট গভীর সেই গর্ত থেকে প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন