পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি: ইসি মাছউদ
| রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি কমিশনে পাঠানো হয়েছে। চিঠিতে তিনি নিজ জেলা পাবনার ভোটার হিসেবে সেখান থেকেই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, রাষ্ট্রপতির আবেদন অনুযায়ী ডাকযোগের মাধ্যমে তাঁর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। তিনি সেই ব্যালটেই তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন। সাধারণত দূরে অবস্থানরত ভোটার বা বিশেষ দায়িত্ব পালনরত ব্যক্তিরা সরাসরি ভোটকেন্দ্রে যেতে না পারলে এই আইনি প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পান।
Comments
Comments