কোনো কোনো দল আছে, দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: চৌদ্দগ্রামে তারেক রহমান
![]() |
| সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ৯টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কোনো কোনো রাজনৈতিক দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের জন্য আমরা কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছি, যেগুলো বাস্তবায়ন করতে চাই। দুই দিন ধরে আমি বারবার এসব পরিকল্পনার কথা বলছি। কারণ, বিএনপি সরকার গঠন করলে দল হিসেবে আমরা সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করব। কিন্তু কোনো কোনো দল আছে, যারা দেশের মানুষকে ধোঁকা দিতে চায়। দেশের মানুষকে ধোঁকা দিয়ে কি আদৌ কোনো লাভ আছে? আমরা রাজনীতি করি, আর দিন শেষে আমাদের সেই দেশের মানুষের কাছেই ফিরে যেতে হয়। বিএনপি আল্লাহর রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনার ক্ষেত্রে বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। তাই পরিকল্পনা কীভাবে নিতে হয় এবং তা কীভাবে বাস্তবায়ন করতে হয়, বিএনপি ভালোভাবেই জানে।’
রোববার বিকেল সাড়ে পাঁচটায় চৌদ্দগ্রাম উপস্থিত হওয়ার কথা থাকলেও তারেক রহমান আসেন রাত ৮টা ২০ মিনিটে। সমাবেশস্থলে প্রবেশ করে তিনি শুরুতে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেব, যেখানে মা-বোনদের প্রতি মাসে কিছু সহযোগিতা দেওয়া হবে। আমরা কখনো বলিনি যে প্রতি মাসে যা কিছু দরকার, তার সবই দেওয়া হবে। আমরা বলেছি, অন্তত ৭ দিনের সহযোগিতা গ্রামের খেটে খাওয়া মানুষদের কাছে পৌঁছে দেব। এটি ধাপে ধাপে করা হবে। কারণ সরকারের অর্থকড়ির সীমাবদ্ধতা আছে, তাই ধীরে ধীরে এগোবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সরকারের মেয়াদ পাঁচ বছর। আমরা চেষ্টা করব এই সময় যত বেশি সংখ্যক মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি। এটিই সোজাসাপ্টা কথা, এতে কোনো মারপ্যাঁচ নেই। এখন যাঁরা বলছেন, তারা হিংসাপরায়ণ। কারণ তারা মানুষের জন্য এমন কিছু করতে পারেননি। তাদের কাছে এমন আইডিয়া নেই, কারণ দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই। তাই তারা আবোল-তাবোল কথা বলছে।’
তারেক রহমান বলেন, ‘আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। তাদের জন্য একটি কৃষক কার্ড দেব। কেউ বলছে, এটাও ধোঁকা। ধোঁকা দিলে ক্ষতি তো আমার হয়। আমি যদি জবান না রাখি, তখন আপনাদের বিশ্বাস হারাবো। এই কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক—সব প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি চাইলে এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি এবং নামও নিইনি। কারণ সামনে নির্বাচন, মানুষ জানতে চায় আমি ক্ষমতায় গেলে কী করব। গিবত বা অন্যদের সমালোচনা দিয়ে আপনারা কি লাভ করবেন? আমার কাজ হলো পরিকল্পনা বাস্তবায়ন দেখানো।’
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি প্রার্থী মো. কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনী সমন্বয়ক আমিন-উর-রশিদ (ইয়াছিন), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

Comments
Comments