প্রতিনিধি পাবনা

পোড়া কোরআন শরিফ হাতে নিয়ে আটঘরিয়ায় জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার আটঘরিয়ায় জামায়াতের কার্যালয় ও কোরআন শরিফ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

শুক্রবার সকাল ১০টায় আটঘরিয়ার দেবোত্তর জামায়াতের কার্যালয়ের সামনে জমায়েত হন জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সেখানে পুড়ানো কার্যালয়ের বিভিন্ন ছবি সাংবাদিকদের দেখান। এরপর তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে পুড়ানো কোরআন শরিফসহ বিভিন্ন ইসলামি গ্রন্থ হাতে ধরে তারা তাদের দাবি জানান।

বক্তব্যে আবু তালেব মণ্ডল বলেন, 'উপজেলার বিএনপির কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমাদের কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে। তারা ইসরাইলি কায়দায় পবিত্র কোরআন শরিফ, হাদিস ও ইসলামি বইপত্রও ভাঙচুর করেছে। এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি আটঘরিয়া থানার ওসি সন্ত্রাসীদের সহায়তায় নিরপেক্ষতা হারিয়েছেন। তাই তাকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।'

আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, 'দুই পক্ষের অফিস ভাঙচুর হয়েছে এবং সংঘর্ষের সময় কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

জানা যায়, বৃহস্পতিবার দেবোত্তর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিরোধের জের ধরে দুই পক্ষ একে অপরের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলেছে।

 আরও পড়ুন

আটঘরিয়ায় কলেজ কমিটি গঠন নিয়ে বিএনপি–জামায়াত বিরোধ, পাল্টাপাল্টি দলীয় কার্যালয় ভাঙচুর

বিস্তারিত পড়ুন