শ্রীনগর বাজারে ভয়াবহ আগুন, ৭৯টি দোকানে ক্ষয়ক্ষতি
প্রতিনিধি মুন্সিগঞ্জ
![]() |
শ্রীনগর বাজারের কাপড়পট্টি, বানিয়াপট্টি ও মুরগিপট্টি নামের তিনটি গলিতে আগুন লেগে ৭৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের কাপড়পট্টি, বানিয়াপট্টি ও মুরগিপট্টি নামে পরিচিত তিনটি গলিতে। আগুনে বাজারের ৭৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। শ্রীনগর, সদর, লৌহজং, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল আটটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত দুইটার দিকে শ্রীনগর বাজারের একটি গলিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টার করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ওই আগুন অন্য গলিতে ছড়িয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে হিমশিম খান। পরে অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। ভোর পাঁচটার দিকে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাজারের মুদি, মাছ-মুরগি, কাপড়, চায়ের দোকানসহ ৭৯টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে যান। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে মুন্সিগঞ্জ সদর, লৌহজং, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী থেকে আরও ছয়টি ইউনিট আসে। ভোর সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল আটটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। আগুনে বাজারের ৭৯টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি।
শ্রীনগর বাজার কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন আজ দুপুরে বলেন, ‘আগুনে বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেগুলোর হিসাব-নিকাশ করছি।’
একটি মন্তব্য পোস্ট করুন