[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অপ্রাপ্তবয়স্ক ডলফিনের নিথর দেহ রাজশাহীর পদ্মার বুকে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহী পদ্মা নদীতে ভেসে আসা অপ্রাপ্তবয়স্ক মৃত ডলফিন। শুক্রবার বিকেলে নগরের তলাইমারী এলাকায়  | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর পদ্মা নদীতে একটি অপ্রাপ্তবয়স্ক ডলফিন মরে তীরে ভেসে এসেছে। রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা শুক্রবার বিকেলে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানিয়েছেন, কোনো নৌযানের প্রপেলারের আঘাতে এটির মৃত্যু হয়েছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন মরা ডলফিনের ছবিটি তাঁর ফেসবুকে আপলোড করেন। এই ছবির সূত্র ধরে বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী নগরের তালাইমারী ফুলতলা ঘাট থেকে পশ্চিম দিকে পদ্মা নদীর পানির কাছে মরা ডলফিনটি খুঁজে পান। এটি প্রায় ৩ ফুট লম্বা হতে পারে এবং তাঁরা ধারণা করছেন, অন্তত দুই দিন আগে ডলফিনটি মারা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, ডলফিনের একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় ৭০ থেকে ৯০ সেন্টিমিটারের মতো লম্বা হয়। এটা প্রায় ১০০ সেন্টিমিটার হয়েছে। সেই হিসাবে এর বয়স এক বছরের মধ্যে রয়েছে। একটা ডলফিন এক বছর পর্যন্ত তার মায়ের নজরদারিতে থাকে। দুধ পান করে। এর বয়স এক বছরের মধ্যেই হবে।

রাজশাহীতে এই প্রথম প্রপেলারের আঘাতে মৃত্যু হওয়া ডলফিনের মরদেহ পাওয়া গেল উল্লেখ করে গবেষক বোরহান বিশ্বাস বলেন, হালদা নদীতে প্রপেলারের আঘাতে মারা যাওয়ার প্রচুর রেকর্ড রয়েছে। ওইগুলো ইরাবতী ডলফিন। এটা গাঙ্গেয় শুশুক বা ডলফিন। এরা জলজ পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। রাজশাহীতে এর আগে জালে ধরা পড়ে মারা যাওয়া ডলফিন দেখা গেছে।

বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, মৃত ডলফিনটি দেখে ধারণা করা হচ্ছে, এটা অন্তত দুই দিন আগে মারা গেছে। এটা সংরক্ষণ করা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য গবেষণাগারে নেওয়ার কোনো অবস্থায় নেই। তাঁরা এটা এখন মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। উন্মুক্ত অবস্থায় থাকলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তিনি বলেন, যাঁরা মাছ ধরেন তাঁদের প্রতি অনুরোধ থাকবে, নদীতে কোনোভাবে জালে আটকা পড়লে পরম যত্নে এটা নদীতে যেন অবমুক্ত করে দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন