প্রতিনিধি নাটোর

আহত একজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের লালপুর উপজেলায় সাধন কুমার দাস (৪২) নামের এক আইনজীবীর বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত দলের দায়ের কোপে ওই আইনজীবীসহ একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১২টার পর লালপুর সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাধন কুমার দাস নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও মাদবপুর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাঁর ভাতিজা রিপন কুমার দাস (৩২) ও ভাতিজার স্ত্রী সুমি রানী (২৫) বাধা দিতে গিয়ে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। পরিবারটির দাবি, ডাকাতেরা বাড়ি থেকে তিন লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে ৮-১০ জন ডাকাত রাম দা, চায়নিজ কুড়াল ও হাঁসুয়া নিয়ে বাড়ির পেছনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে তাঁরা সাধনের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে টাকা ও স্বর্ণালংকার দিতে রাজি না হলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর ভাতিজা রিপন ও ভাতিজার স্ত্রী সুমি বাধা দিতে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করে ডাকাতেরা। ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাধনকে গতকাল রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

আহত রিপন কুমার বলেন, অসাবধানতাবশত তাঁর কাকা সাধন শয়নকক্ষের দরজা খুলে ঘুমিয়ে পড়েছিলেন। ডাকাতেরা পেছনের ফটক ভেঙে ভেতরে ঢুকে প্রথমেই তাঁর ঘরে ঢুকে তাঁকে বেঁধে ফেলে। পরে তাঁকে কুপিয়ে সব টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা মাত্র পাঁচ মিনিটে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান। তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে মাঠে কাজ করা হচ্ছে।