[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে তরুণকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

লাশ | প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. সিজন (২৫)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। সিজন পরিবার নিয়ে টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরোনো মালামাল বিক্রির দোকানে কাজ করতেন। গতকাল রাতে তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় স্থানীয় দুই যুবক সেখানে গিয়ে সিজনকে বাইরে ডেকে নেন। পরে ধারালো চাপাতি দিয়ে তাঁর বুকের বাঁ পাশে কুপিয়ে পালিয়ে যান তাঁরা।

সিজনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন