[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাবিতে চৈত্র সংক্রান্তির রঙে রঙিন বর্ষবিদায়

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাবি

চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানে পরিবেশন করছেন গান শিল্পীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড় ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হলো চৈত্র সংক্রান্তি। বিদায়ী বছরের শেষ বিকেলে বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রাজশাহী শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। সাংস্কৃতিক আয়োজনজুড়ে ছিল গান, নৃত্য আর প্রাণের ছোঁয়া।

গানের সুরে, নাচের তালে আর সবার অংশগ্রহণে ক্যাম্পাসে যেন নেমে এসেছিল উৎসবের আবহ। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—এমন প্রত্যাশা নিয়ে মিলিত হন সবাই বিদায়ী বছরের শেষ প্রহরে।

আয়োজকদের একজন বলেন, 'চৈত্র সংক্রান্তি শুধু একটি তারিখ নয়—এটি আবেগ, সংস্কৃতি আর সামষ্টিক আনন্দের উৎসব। বছরের শেষ সূর্যাস্তটাও যেন নতুন দিনের আলোর প্রতিশ্রুতি নিয়ে আসে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন