[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এক হাজার টন ইলিশ নিতে চায় চীন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ইলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ থেকে ১ হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনে বাংলাদেশের ইলিশ মাছের চাহিদা ব্যাপক। ইলিশ রপ্তানির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার টন ইলিশ আমদানির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানির পাশাপাশি এসব খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চান। বিশেষত, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধুরাষ্ট্র চীন। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। তিনি চীনকে কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে। এই ব্যবধান কমাতে চীনকে বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানো এবং আমদানি পণ্যের ওপর শুল্ক হ্রাস করার অনুরোধ জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন