[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বৃহৎ জামাতে ইজতেমা মাঠে জুমার নামাজ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

ইজতেমা মাঠে বড় জামাতে জুমার নামাজ পড়ছেন মুসল্লিরা। শুক্রবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠে বড় জামাতে অনুষ্ঠিত হলো তৃতীয় ধাপের ইজতেমার জুমার জামাজ। এ ধাপে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি অংশ নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা শুরু হয়। আজ ভোরে ফজরের নামাজের পর মাওলানা সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এরপর ধাপে ধাপে চলে বয়ান।

তাবলিগ জামাতের মুসল্লিতে ভরে যায় ইজতেমা মাঠ। এর মধ্যে ইজতেমার জামাতের সঙ্গে জুমার নামাজ পড়তে আজ বেলা ১১টা থেকেই বিক্ষিপ্তভাবে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সাধারণ মুসল্লিরা। পরে বড় জামাতে তাঁরা নামাজ আদায় করেন। নামাজ শুরু হয় বেলা ১টা ৪৬ মিনিটে। শেষ হয় ১টা ৫৪ মিনিটে।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা মাঠের দিকে। ইজতেমা মাঠের ভেতরে থাকা মুসল্লিরাও নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বেলা ১টা ৪৬ মিনিটে মাইকে ভেসে আসে নামাজের একামত। মুহূর্তেই বন্ধ হয়ে যায় সব ছোটাছুটি। যে যেখানে ছিলেন, বিছানা পেতে দাঁড়িয়ে পড়েন নামাজে। তবে এবার মাঠের ভেতর জায়গা ফাঁকা থাকায় আশপাশের সড়কে মুসল্লিদের তেমন ভিড় ছিল না।

ইজতেমা মাঠের ভেতর মূল বয়ান মঞ্চের পাশে নামাজ পড়েন গাজীপুরের মিরের বাজার এলাকার বাসিন্দা ইয়ানূর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল ইজতেমা মাঠের ভেতরে বড় জামাতে জুমার নামাজ পড়ব। আজ সেই আশা পূরণ হলো। এখন ভালো লাগছে।’

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারই প্রথম তিন ধাপে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইজতেমা পালন করেন বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর তৃতীয় ধাপে গতকাল বিকেল থেকে শুরু হয় সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। এ ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন