[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভালোবাসা দিবসে যে ধরনের পোশাকে সাজতে পারেন দম্পতিরা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

এ ধরনের নকশার সুতির শাড়ি আর পাঞ্জাবিতে আরাম পাওয়া যাবে সারা দিন। মডেল: মোহিনী জান্নাত ও ইমরান খান, পোশাক: জায়া, সাজ: রেড বিউটি স্যালন | ছবি: পদ্মা ট্রিবিউন

মনে ভালোবাসা না থাকলে সাজে সেটার প্রকাশ তেমন আসে না। তাই তো সঙ্গে সঙ্গী থাকলে ভেতর থেকেই সাজতে ইচ্ছা করে। ছেলেদের বেলায় এটি যেন আরও বেশি বোঝা যায়। আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে চুল আঁচড়ানো, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি লাগানো ইত্যাদি বিষয় বেশ যত্ন নিয়েই করেন। অনেকে তো মিলিয়েও পোশাক পরেন। মেয়েরা তো এমনিতেই পরিপাটি থাকতে পছন্দ করেন। যাঁরা সাজতে পছন্দ করেন না, তাঁরাও ঠোঁটে হালকা লিপস্টিক, গালে ব্লাশঅন আর চোখে দেন কাজল। বসন্তের প্রথম দিন বা ভালোবাসা দিবস—যুগলেরা যে উপলক্ষেই সেদিন বের হন না কেন, সাজে থাকুক রঙিন ছোঁয়া।

যাঁরা রং মিলিয়ে পরতে চান, তাঁদের জন্য আদর্শ হতে পারে সুতি কাপড়ের এই দুই পোশাক। ওপরের নকশায় না হয় থাকল কিছুটা ভিন্নতা। পোশাক: সারা লাইফ স্টাইল ও টুয়েলভ ক্লথিং | ছবি: পদ্মা ট্রিবিউন

ছেলেটির শার্টে বিমূর্ত নকশা নজর কাড়ে। কাফতান কাটের টপে হালকা রং আর নকশা। সারা দিনের ঘোরাঘুরিতে আরাম আর স্টাইল দুটোই থাকবে। পোশাক: দেশাল | ছবি: পদ্মা ট্রিবিউন

রেস্তোরাঁয় বসে সময় কাটানোর পরিকল্পনা থাকলে সাজে থাকতে পারে হালকা বাহুল্য। পোশাক: সারা লাইফ স্টাইল, স্থান কৃতজ্ঞতা: হাওয়া রেস্টুরেন্ট | ছবি: পদ্মা ট্রিবিউন

দুজনের পোশাকেই প্রাধান্য পেয়েছে বসন্তের নকশা। দুজনের পোশাকেরই মূল রং সাদা। এর ওপর হলুদ গাঁদার নকশা নিয়ে এসেছে স্নিগ্ধতা | ছবি: পদ্মা ট্রিবিউন

দুজনই পরেছেন বাসন্তী রঙের পোশাক। আনারকলি স্টাইলের কামিজের ওপর প্রাধান্য পেয়েছে লাল রঙের ব্লকের নকশা আর জরির চিকন লেস। এ যেন বসন্ত আর ভালোবাসা দুটোরই প্রকাশ। পাঞ্জাবির নকশায় রংটাই মুখ্য। পোশাক: সারা লাইফ স্টাইল ও টুয়েলভ ক্লথিং | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন