[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিজয় দিবসে জয়ে এনেছে নারী ক্রিকেট দলও

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল | এসিসি

ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও।

আজ নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রান তাড়ায় শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ ‍উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পযন্ত অলআউট না হলেও রান আটকে থামে এক শর নিচেই।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান এক শর ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন। 

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন