[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের জারা জিতলেন দুটি রুপা

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

পদক হাতে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা | ছবি: পদ্মা ট্রিবিউন

নেপালে ইমার্জিং অ্যাথলেটস জুনিয়র টেনিস ট্যুরের এশিয়ান অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হুমায়রা হায়দার জারা। কাঠমান্ডুর এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় মেয়েদের এককে রুপা জেতেন তিনি। এরপর মেয়েদের দ্বৈতেও ভারতের নাইমা হুসেইনের সঙ্গে জুটি গড়ে রুপা নিশ্চিত করেন।

এককের ফাইনালে জারাকে হারিয়ে শিরোপা জিতেন নেপালের শিভালি গুরুং। দ্বৈতেও ফাইনালে নেপালের শিভালি ও মালদ্বীপের আইশাথ কারিন জুটির কাছে পরাজিত হন জারা ও নাইমা।

এর আগে জারা ২০২২ সালে ইউরোপীয়ান বয়স ভিত্তিক ওপেন টেনিস প্রতিযোগিতায় বালিকা এককে তৃতীয় স্থান এবং বালিকা দ্বৈতে রানার আপ হয়েছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন