বিনোদন প্রতিবেদক
.jpg) |
| শবনম ফারিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট মানেই তা ভাইরাল বা খবরের শিরোনাম হবে, এমনটাই হয়ে থাকে। তবে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে তিনি কোনো পোস্ট করেননি, তবুও একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং সে পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি, তার নামে একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তবে ফারিয়া দাবি করেছেন, এই পোস্টটি তিনি দেননি। তিনি জানিয়েছেন, "আমি গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত, তাই কোনো স্ট্যাটাস বা পোস্ট দিইনি, বিশেষ করে রাজনীতি নিয়ে। পোস্টটি পুরোপুরি এডিট করা এবং ভুয়া।"
এ বিষয়ে ফারিয়া আরও বলেন, "যাদের কাজ এভাবে এডিট করা, তাদের অবস্থা এতটা খারাপ যে, এখন অন্যদের নামে পোস্ট করে নিজেদের মত প্রকাশ করতে হচ্ছে। আমি এই পোস্টটি দিয়েছি, এমন ভুল ধারণা যারা করছেন, তারা দয়া করে খুশি হবেন না।"
.jpg) |
| শবনম ফারিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
তিনি আরও জানান, "আমি ১৫ বছর ধরে ফেসবুক ব্যবহার করছি এবং একাধিক পোস্ট ডিলিট করতে হয়েছে। তবে এমন কোনো স্ট্যাটাস দিয়ে থাকলে, তা রাখার সাহস আমি রাখি।"
বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন শবনম ফারিয়া। তিনি এখন ব্যস্ত রয়েছেন চাকরির জীবনে। তার সর্বশেষ কাজ ছিল গত ঈদে মোশাররফ করিমের সঙ্গে "ভারপ্রাপ্ত বউ" নাটকে অভিনয়। সম্প্রতি তিনি কমেডি শো "হা শো" এর সপ্তম সিজনের বিচারক হিসেবে যোগ দিয়েছেন।
 |
| শবনম ফারিয়া | ছবি: পদ্মা ট্রিবিউন |
Comments
Comments