[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

গণপিটুনি | প্রতীকী ছবি

প্রতিনিধি পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে সুজন মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুজন কুমিল্লার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে এবং চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

সুজনের ভগ্নিপতি মনির হোসেন জানান, "ভোরে সুজনের বাবাকে ফোনে জানানো হয়, তাঁর ছেলে ব্যাটারি চুরির অভিযোগে ধরা পড়েছে। খবর পেয়ে সুজনের বাবা শান্তির হাটে ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় সুজনকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।"। 

মনির হোসেন আরও বলেন, "সুজন বিয়ের অনুষ্ঠানে আপ্যায়ন কর্মী (ওয়েটার) হিসেবে কাজ করতেন। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

পটিয়া থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।  নিহতের বাবা জানিয়েছেন সুজন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।"

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, "সুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন