প্রতিনিধি পটিয়া চট্টগ্রামের পটিয়ার সাংস্কৃতিক সংগঠন রূপনিকেতনের বর্তমান সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের সশস্ত্র প্রতিরোধ স্তিমিত হয়ে এসেছে। ছড়িয়ে–ছিটিয়ে থাকা বিপ্লবীরা তখন চেষ্টা করছেন জনগণের মনোবল ও ঐক্য ধরে রাখার। সেই লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ার কেলিশহরের জমিদার সুরেন্দ্র লাল রায়ের বাড়ি রায় ভবনে বসল বৈঠক। সিদ্ধান্ত হলো সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সুসংগঠিত হবেন বিপ্লবীরা। দ্রোহের চেতনা পৌঁছে দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক সংগ…
গণপিটুনি | প্রতীকী ছবি প্রতিনিধি পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় চোর সন্দেহে স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে সুজন মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুজন কুমিল্লার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে এবং চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সুজনের ভগ্নিপতি মনির হোসেন জানান, "ভোরে সুজনের বাবাকে ফোনে জানানো হয়, তাঁর ছেলে ব্যাটারি চুরির অভিযোগে ধরা পড়েছে। খবর পেয়ে সুজনের বাবা শান্তির হাটে ছুটে গিয়ে মুমূর্ষু অবস্থায় সুজনকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা …