[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাতিসংঘ মিশন নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র-কানাডায় সেনাবাহিনী প্রধান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার সকালে তিনি সফরে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সফর শেষে তিনি আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন