[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ শতাংশ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

এইচএসসির ফল ঘোষণা করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। গত বছর এ হার ছিল ৭৮.৬৪ শতাংশ।

ফল প্রকাশের পর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, "এবার কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশ করা হয়নি; সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো নিজেদের ফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা মোবাইলের এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।"

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে সরকারপ্রধানের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো। প্রধানমন্ত্রী কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যানরা তাঁর হাতে ফলাফলের প্রতিবেদন তুলে দিতেন, যেখানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকতেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হয় ৩০ জুন, তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়েছিল। পরে সরকার শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন