[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী-দেশবাসীর প্রতি আ.লীগের আহবান

প্রকাশঃ
অ+ অ-

শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার | ফাইল ছবি  

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমানের মেয়ে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার (২৮ সেপ্টেম্বর)। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাই পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা এবং গির্জায় তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

পোস্টে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধী ও উগ্রবাদী দেশি-বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস ও লুটপাটের ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা বর্তমানে প্রবাসে রয়েছেন। তবে জাতির পিতা ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তাঁর নিরলস সংগ্রাম কখনো ব্যর্থ হবে না।

 

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক ও ভক্তদের সংগ্রাম অব্যাহত রয়েছে। ১৯৭১ এবং ১৯৭৫ সালসহ বহুবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে, সেই ষড়যন্ত্র সফল হয়নি।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, বিভ্রান্তি, মিথ্যাচার এবং গণমাধ্যমের কণ্ঠরোধের সকল চেষ্টাকে অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বে উদিত হবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের সবুজ প্রান্তরে উদিত হবে রক্তলাল সূর্য, এবং লাখো কণ্ঠে ধ্বনিত হবে—

"আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।"
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন