[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশঃ
অ+ অ-

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আস্ত ইট ও লাঠিসোঁটা নিয়ে ঢাকা কলেজের বাসে হামলা চালায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ না হতেই আবারও সংঘর্ষে জড়িয়েছেন রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত শঙ্খনীল নামে একটি বাস ভাঙচুর হয়েছে |  ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি 

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

১০ সেপ্টেম্বর সংঘর্ষের পর আইডিয়াল কলেজের নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা | ফাইল ছবি

এর আগে ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।

১০ সেপ্টেম্বর সংঘর্ষের এক পর্যায়ে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন | ফাইল ছবি

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।

গত মঙ্গলবারও সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা | ফাইল ছবি

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন