[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবিপ্রবি উপউপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

প্রকাশঃ
অ+ অ-

উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কেএম সালাহ্উদ্দিন | ছবি: সংগৃহীত

প্রতিনিধি পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন এই দুই শিক্ষক।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপউপাচার্য অধ্যাপক ড এস এম মোস্তফা কামাল খান বলেন, দেশের সার্বিক অবস্থা ভালো না, চারদিকেই পদত্যাগ চলছে। আমার থাকা নিয়ে অনেকেই বিরোধিতা করছেন। এই মুহূর্তে ব্যক্তিগত সম্মান ধরে রাখতে চাইলে পদত্যাগ ছাড়া উপায় নাই।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন বলেন, পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে পদত্যাগ করা ছাড়া উপায় দেখছি না। যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমার কাছে সম্মানটা বড় বিষয়। বিশ্ববিদ্যালয়ে ফিরে আমি কারো দ্বারা অপদস্ত হতে চাইনি, তাই পদত্যাগপত্র দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, তারা দু’জনেই পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন