[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বানভাসিদের জন্য জয়ার আকুতি

প্রকাশঃ
অ+ অ-

জয়া আহসান | ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক: স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ৯ জেলা। পানিবন্দী মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে পুরো দেশ। যতই সময় গড়াচ্ছে, বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও বিলীন হওয়ার উপক্রম। এরই মধ্যে ডুবে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন হৃদয়বান বহু মানুষ। এ তালিকায় আছেন শোবিজ তারকা থেকে ইউটিউবার। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আকুল আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন তিনি।

লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’

সবাইকে এক হয়ে বানভাসিদের সাহায্যে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। জয়া বলেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। পুনর্নির্মাণ ও সংস্কারের বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।’

বন্যার্তদের সাহায্যে ঢাকা থেকে যেকোনো সাহায্যের জন্যও জয়া প্রস্তুত। তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেকগুলো জান বেঁচে যাবে।’

জয়া আহসান সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে সাহায্য যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায়, সেটির নিশ্চয়তার ওপরও গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। এই পোস্টে বর্তমানে বন্যার্তদের নিয়ে কাজ করছে এমন কয়েকটি সংস্থার নামসহ একটি ছবি পোস্ট করেন জয়া। এসব সংস্থা ক্ষতিগ্রস্তদের সহায়তায় দিনরাত কাজ করছে বলে উল্লেখ করেন অভিনেত্রী। সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘আসুন, সবাই যার যার অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন