[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার সব মসজিদে দোয়া ও মোনাজাত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আগামীকাল শুক্রবার বাদ জুমা সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতা-কর্মীদের দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণের জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন