[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

প্রকাশঃ
অ+ অ-

 উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।  

এতে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। 

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,  নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর-রহমান শরীফ, সাইফুজ্জামান পিন্টু, এমলাক হোসেন বাবু বিশ্বাস, আব্দুল খালেক মালিথা, আব্দুল মজিদ বাবলু মালিথা, নুরুল ইসলাম বকুল সরদার, সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বগা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লাহ মানিক, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানাসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় চলমান গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্প, অতিদরিদ্রদের কর্মসংস্থানমূলক কর্মসূচি কর্মসৃজন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসহ নির্মাণাধীন স্কুল-কলেজ-মাদ্রাসা ও ব্রিজ কালভার্টের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন