হৃতিকের সঙ্গে প্রেম করেই শেষ তাঁর ক্যারিয়ার?
![]() |
| সাবা ও হৃতিক | ইনস্টাগ্রাম থেকে |
বিনোদন ডেস্ক: বলিউড তারকা হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের খবর নতুন নয়। তাঁদের প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি কেউ। এবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন একটি পোস্ট দিয়েছেন সাবা। যা দেখে অনেকেই মনে করছেন, পোস্টটি হৃতিকের সঙ্গে তাঁর বহুল চর্চিত সম্পর্ক নিয়েই।
হৃতিকের সঙ্গে সম্পর্কের কারণেই তাঁর ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে—ইনস্টা স্টোরিতে এমন ইঙ্গিত দিয়েছেন সাবা। ডাবিং স্টুডিও থেকে নিজের একটি ছবি পোস্ট করেন সাবা। ক্যাপশনে লেখেন, ‘নিজের দুনিয়ায় ফিরলাম—একটা ভয়েস ওভার রেকর্ড করছি প্রায় দুই বছর পর!’
এরপরই আসল কথা বলেন সাবা। তিনি জানান, দেড় দশক ধরে ভয়েস ওভার শিল্পী হিসেবে কাজ করছেন তিনি। এ কাজটা তিনি খুব উপভোগ করেন। এমনিতে সাবার তিন পরিচয়—তিনি অভিনেত্রী, সংগীতশিল্পী ও ভয়েস ওভার শিল্পী।
এর মধ্যে ভয়েস ওভার শিল্পী হিসেবে কাজ করাই তাঁর জন্য আর্থিকভাবে সবচেয়ে লাভজনক বলেও জানান সাবা। তবে হৃতিকের সঙ্গে প্রেমের কারণেই সমম্ভত এ কাজও পাচ্ছিলেন না তিনি।
সাবা জানান, একটা সময় মাসে ৬ থেকে ৮টি বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিতেন তিনি, আড়াই বছর আগে থেকে কাজ আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে এক পরিচালক নাকি তাঁকে বলেছিলেন, ‘ভেবেছি তুমি আর ভয়েস ওভারের মতো ছোটখাটো কাজ করতে আগ্রহী হবে না, যেহেতু...।’ সাবা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এবার ধরে নিন কী বলা হয়েছিল।’
বিজ্ঞাপনজগতের পরিচিত ওই পরিচালকের মুখে এমন কথা শুনে অবাক হন সাবা। এ প্রসঙ্গে নিজের ক্ষোভ ঝেড়ে সাবা বলেন, ‘আমি কার সঙ্গে প্রেম করছি, তার সঙ্গে আমার কাজের কী সম্পর্ক? যখন দুজন মানুষ একসঙ্গে আসেন, তার মানে এই নয় তাঁরা নিজেদের পরিচিতি, কাজ সব ত্যাগ করে।’
একই প্রসঙ্গে সাবা আরও লিখেছেন, ‘আমাকে নিজের পাতের খাবারটা জোগাড় করতে হবে।
আড়াই বছর ধরে হৃতিক ও সাবার সম্পর্ক। হৃতিকের দুই ছেলের সঙ্গেও দারুণ সম্পর্ক সাবার।

Comments
Comments