[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার ও ট্রাক জব্দ, আটক ১২

প্রকাশঃ
অ+ অ-

অবৈধভাবে বালু তোলায় অভিযোগে আটক ব্যক্তিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ১২ জনকে আটক ও খননযন্ত্রসহ (ড্রেজার) ড্রাম ট্রাক জব্দ করেছে র‍্যাব।

আজ রোববার দুপুরে র‍্যাব-১২ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- জামিরুল ইসলাম (৪২), রুমন হোসেন (১৯), বাঁধন হোসেন (১৯), ইমন ইসলাম (১৯), সিয়াম হোসেন (১৯), ইমরান মালিথা (২৯), মোহন মোল্লা (২৯), ফয়সাল হোসেন (৩২), শুভ আহমেদ (২৪), সাগর আলী (১৯), মাসুম আলী (৩০) ও রমজান আলী (২০)।

র‍্যাব জানায়, শনিবার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদা ও দাদাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি খননযন্ত্রসহ ও পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।  

র‌্যাব-১২ ও সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়েছে, যা অব্যাহত থাকবে। 

বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি খননযন্ত্রসহ পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছে। মামলা নথিভুক্ত করার পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন