[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মোস্তাফিজ

প্রকাশঃ
অ+ অ-

গতকাল রাতে ভারতে পৌঁছে আজই খেলতে নেমেছেন মোস্তাফিজ | আইপিএল

খেলা ডেস্ক: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। গতকাল রাতে ভারতে পৌঁছে আজ মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই বাঁহাতি পেসার। খেলাটি হচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে।

টসের সময় চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজের একাদশে ফেরার খবর জানিয়ে বলেন, ‘আজ পাতিরানা খেলছে না। দীপক চাহারের হালকা চোট আছে। আমাদের একাদশে ফিরছে শার্দুল ও মোস্তাফিজ। রিজভিও আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছিলেন মোস্তাফিজ। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজের। সে ম্যাচটা চেন্নাই হেরেছে ৬ উইকেটে।

তবে সে ম্যাচের হার চেন্নাইয়ের আত্মবিশ্বাসে ফাটল ধরায়নি। রুতুরাজ বলেছেন, ‘আমরা বোলিং করতে চাই। দলের মধ্যে এখন আত্মবিশ্বাস আছে। আগের ম্যাচে আমরা অল্প কিছু রানের ব্যবধানে হেরেছি। কিন্তু সেটা আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরায়নি। আজ আমরা জয়ের জন্যই খেলব। কলকাতা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু আমরা নিজেদের খেলায় মন দিতে চাই। মৌলিকদিকগুলো ঠিক রাখতে চাই।’ 

এবারের আইপিএলের শুরু থেকেই পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ের একাদশে নিয়মিত বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন