[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিরোনামহীনের ‘জানে না কেউ’ গানে চমক থাকছে

প্রকাশঃ
অ+ অ-

ভারতের গানের ভিডিওচিত্রের দৃশ্যধারণে শিরোনামহীন | ছবি: ব্যান্ডের সৌজন্যে

বিনোদন প্রতিবেদক: ঈদের পর ‘বাতিঘর’ অ্যালবামের দ্বিতীয় গান ‘জানে না কেউ’ নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনেও প্রকাশ করা হবে গানটি। এবারই প্রথমবার নিজেদের কোনো গানের ইংরেজি ভার্সন আনছে শিরোনামহীন।

ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান বলেন, একে একে চারটি ভার্সনে গানটি প্রকাশিত হবে। মিউজিক ভিডিও, পরিবেশনার ভিডিও, লিরিক্যাল ভিডিও ও ইংরেজি ভার্সন।

ইতিমধ্যে গানের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে; বাকি ভার্সনের কাজও চলছে। ‘কেউ জানে না’সহ অ্যালবামের আরেক গান ‘প্রিয়তমা’র গানের ভিডিও চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে ভারতের হিমাচল প্রদেশের মানালির সোলাং ভ্যালি, দিল্লিতে।

দুটি গানের ভিডিও চিত্রে মডেলিং করেছেন সিফাত আমিন ও জান্নাতুল ফেরদৌস। ভিডিও চিত্রের সহযোগিতায় ছিল সিনারজি সলিউশনস।

এর আগে ফেব্রুয়ারি মাসে ‘বাতিঘর’ অ্যালবামের শিরোনাম সংগীত ‘বাতিঘর’ প্রকাশিত হয়েছে। এই অ্যালবাম ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে ফ্রান্সের প্রতিষ্ঠান বিলিভ আর্টিস্ট সার্ভিস। দক্ষিণ এশিয়ার কনটেন্টগুলো মুম্বাই থেকে ম্যানেজ করে এই কোম্পানি।

ব্যান্ডের অন্য সদস্যরা হলেন ড্রামার কাজী আহমেদ শাফিন, ভোকালিস্ট শেখ ইশতিয়াক, গিটারিস্ট দীপু সিনহা ও কি-বোর্ডিস্ট সাইমন চৌধুরী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন