[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে দুই ট্রেনের সংঘর্ষ, তিনজন বরখাস্ত

প্রকাশঃ
অ+ অ-

ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় মঙ্গলবার রাতে দুটি ট্রেনের সংঘর্ষ হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে একই লাইনে উঠে পড়ায় সংঘর্ষে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ। তিনি বলেন,  ঈশ্বরদী থেকে খুলনা অভিমুখে ছেড়ে একটি মালবাহী ট্রেন ও একটি তেলবাহী ওয়াগন একই লাইনে চলে এলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার পরে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে স্টেশন মাস্টার, ট্রেনের চালক  ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের চাকা ভেঙে রেল লাইনের ওপর পড়ে আছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, তেলবাহী ট্যাংকার সংকেত অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডেই আছে উদ্ধারকারী ক্রেন। ইতোমধ্যে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে।

দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধার তৎপরতা | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন