আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন জি এম কাদের। আজ রংপুর নগরের সেনপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সব সময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না, তা বিকেল হলেই বোঝা যাবে।’

আজ রোববার রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘জামালপুর, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না।’

জি এম কাদের বলেন, ‘ভোট স্বাভাবিক হবে না—সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। সব জায়গার খবর এখনো পাইনি। যে আশা করছিলাম—ভোটটা স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশির ভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।’

২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কি না, ‘এর জবাবে জি এম কাদের বলেন, এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। কারণ, তাদের লোকবল বেশি। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এ রকম তারা করে যাচ্ছে। যত দূর খবর পেয়েছি, এতে আমরা উদ্বিগ্ন।’