ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
প্রকাশঃ
![]() |
| ফিলিপাইনের মানচিত্রে মিন্দানাও দ্বীপের অবস্থান |
এএফপি, ম্যানিলা: ফিলিপাইনের পূবাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফিলিপাইনের হিনাতুয়ান শহরের ২১ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
এদিকে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইন সরকার। দেশটির উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

Comments
Comments