[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে ৪ বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-

নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে এই বাসে আগুন লাগে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল, গাবতলী, গুলিস্তান ও যাত্রাবাড়ীতে এক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গাড়িতে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসাইন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য বলছে, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে শনিবার রাত ৮টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়। এ ছাড়া গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

আর রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ীর ফলপট্টির সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

আগুন দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নোয়াখালী থেকে যাত্রী নিয়ে লাল সবুজ পরিবহনের একটি বাস রাত ৮টা ২০ মিনিটে যখন নটর ডেম কলেজের সামনে পৌঁছায়, তখন যাত্রীরা সব নেমে যান। আর গাড়ির চালক বাস থেকে যখন নেমে যান, তখনই দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আর গুলিস্তানে সময় পরিবহনের একটি বাস ডেমরা থেকে যাত্রী নিয়ে এসেছিল। বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

গাবতলীতে বাসের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে গাবতলীর বাসে আগুন দেওয়ার বিষয়ে ডিএমপির দারুসসালাম জোনের সহকারী কমিশনার মফিজুর রহমান বলেন, গাবতলী এক্সপ্রেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় ৮ নম্বর লোকাল বাসটি গাবতলীর হোটেল যমুনার সামনে অবস্থান করছিল। তখন পেছন থেকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।  

ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৭টার পর এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

ওসি বলেন, ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা রাত ৭টা ১৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ আহত হননি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন