[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডেপুটি স্পিকার

প্রকাশঃ
অ+ অ-

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না ষড়যন্ত্রকারীরা। দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে ঠিক তখন থেকেই একটি মহল দেশের মধ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

আজ সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ডেপুটি স্পিকার এসব কথা বলেন। 

নারীদের উদ্দেশ্যে টুকু বলেন, ‘বর্তমান সরকার দেশের মধ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আপনারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেরাই এক-একজন উদ্যোক্তা হয়ে উন্নয়নমুখী কাজ করবেন।’ 

সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিমা ইয়াসমিন শিরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন