[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বড়াইগ্রামে তেলের দোকানে আগুন

প্রকাশঃ
অ+ অ-

আগুনে দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মৌখড়া বাজারে সুজন মণ্ডল নামে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, দুপুর ১২টার দিকে বাজারের সুজন মণ্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে দোকানে আগুন ধরে যায়। এ সময় দোকানটিতে মজুদ পেট্রল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুন দোকানের পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়ে। তখন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ১০ মাস আগেও ওই দোকানে একইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী সুজনের পাশাপশি প্রতিবেশীরা চরম ক্ষতিগ্রস্ত হয়। তারা অবিলম্বে সুজনের খোলা জ্বালানি তেলের ব্যবসা বন্ধের দাবি জানান।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান  বলেন, আগুনের সূত্রপাত কীভাবে নিরূপণ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ করলের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন