[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হঠাৎ দেশে ফিরে মিরপুরে সাকিব

প্রকাশঃ
অ+ অ-

সাকিব আল হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরে এসেছেন। আজ সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর।

পরদিনই কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের খেলা। গতকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে আজ বাংলাদেশ দল কলকাতা যাওয়ার কথা। 

অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর থেকে বেরিয়ে যাচ্ছেন সাকিব | ছবি: পদ্মা ট্রিবিউন

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তাঁর সেরা। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন