[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগাতিপাড়ায় ফসলি জমি থেকে ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

তপন চৌধুরী | ছবি:সংগৃহীত

প্রতিনিধি বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় ফসলি জমি থেকে এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পৌর এলাকার বাগাতিপাড়া মহিলা কলেজের পেছনের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তপন চৌধুরীর (৩৪) বাড়ি পার্শ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল এলাকায়। তিনি উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তপন চৌধুরী বাড়ি না ফেরায় আজ শুক্রবার দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় তাঁর পরিবারের সদস্যরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর কিছুক্ষণ পরই ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দুপুরে জিডি হওয়ার পর থেকেই তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। এর মধ্যে একটি লাশ পাওয়ার খবর আসলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই ব্যক্তিরই লাশ সেটি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন