[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে গ্রামের মানুষের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন সুইডেনের রাষ্ট্রদূত

প্রকাশঃ
অ+ অ-

গ্রামের রাস্তায় ভ্যান চালাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। সোমবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল গ্রামের মানুষের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে।

মুক্ত খামার নামের একটি বেসরকারি সংগঠনের আমন্ত্রণে সোমবার ওই গ্রামে আসেন তিনি। এ সময় গ্রামের রাস্তায় ভ্যান চালিয়েছেন, বাগানের গাছ থেকে আম পেড়েছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রদূত।

সুইডেনের কাউ ফাউন্ড ইনিসিয়েটিভ (সিএফআই) এবং নাটোরের স্থানীয় কয়েকজনের যৌথ বিনিয়োগে মুক্ত খামার সংগঠনটি পরিচালিত হয়।

এর পরিচালক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংগঠনের কার্যক্রম দেখার জন্য সুইডেনের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ আমন্ত্রণে তিনি বিহারকোল গ্রামে আসেন। রাষ্ট্রদূত মুক্ত খামারের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, মানবসম্পদ বিভাগের প্রধান জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন। তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা সরকার।

গ্রামের বাগানে গিয়ে আম পাড়ার কৌশল দেখছেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে | ছবি: পদ্মা ট্রিবিউন

আরিফুল ইসলাম আরও বলেন, বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলে নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠি পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি গ্রামের রাস্তায় ভ্যান চালান। গ্রামের বাগানে গিয়ে আম পাড়ার কৌশল দেখে মুগ্ধ হন। নিজেও আম পাড়েন। এরপর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন রাষ্ট্রদূত। বিকেলে ঢাকায় ফিরে যান তিনি।

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে, যা অব্যাহত থাকবে বলে গ্রাম থেকে ফিরে যাওয়ার আগে মন্তব্য করেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। তিনি বলেন, ‘এ উপজেলায় আমাদের কার্যক্রম চলমান। এখানে অনেক আগে সোয়ালেজ নামের একটি প্রকল্পে আমরা সহযোগিতা করেছিলাম। এ ধারাবাহিকতায় মুক্ত খামারের কার্যক্রমে যুক্ত হয়েছি। এখানে এসে অনেক ভালো লেগেছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন