[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিল্প–সংস্কৃতির সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার

প্রকাশঃ
অ+ অ-

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে লায়লা শারমিনের ‘দ্বাদশ সলো পেইন্টিং এক্সিবিশনের’ উদ্বোধন শেষে বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ঢাকা, ২০ মে | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প-সংস্কৃতির বিকাশের ওপর একটি জাতির আত্মপরিচয় ফুটে ওঠে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন–সংগ্রামে শিল্পীদের বলিষ্ঠ ভূমিকা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিল্প–সংস্কৃতির অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

শনিবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী লায়লা শারমিনের ‘দ্বাদশ সলো পেইন্টিং এক্সিবিশনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, শিল্পী লায়লা শারমিনের শিল্পকর্মের মধ্যে অপূর্ব রঙের সমাহার। এর মধ্য দিয়ে তিনি প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন, পাশাপাশি সমাজকে কিছু বার্তা দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব জনজীবনে রয়েছে, এ সম্পর্কে তিনি শিল্পকর্মের মাধ্যমে সবাইকে সচেতন করেছেন। তাঁর এ প্রয়াসকে স্বাগত জানিয়ে সবাই মিলে তাঁকে সহযোগিতা করা প্রয়োজন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন