[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে জাহ্নবী

প্রকাশঃ
অ+ অ-

জাহ্নবী কাপুর | ইনস্টাগ্রাম

বিনোদন প্রতিবেদন: ‘মিলি’ আর ‘গুঞ্জন সাক্সেনা’র পর আবারও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। গত বুধবার এক বিবৃতিতে শ্রীদেবীকন্যা বলেছেন, ‘সুধাংশু সারিয়ার ‘উলঝ’ ছবির প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি আর্কষণ বোধ করছি। কারণ, অভিনয়শিল্পী হিসেবে সব সময় এমন চিত্রনাট্যের সন্ধানে থাকি, যা আমাকে আমার স্বচ্ছন্দের দুনিয়ার বাইরে টেনে বের করে নিয়ে আসবে। এই ছবিতে এমন এক চরিত্রে অভিনয় করছি, যা আইএফএসের (ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস) দুনিয়া ঘিরে আবর্তিত হয়েছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, ‘ছবির নামের মতোই এর গল্পে আর আমার চরিত্রে অনেকগুলো স্তর এবং আবেগ আছে। একদিকে আমার জন্য এটা চ্যালেঞ্জিং, আবার আমাকে ভীষণভাবে উত্তেজিতও করছে।

সুধাংশুর চোখ দিয়ে দর্শক আমাকে নতুন এক চরিত্রে দেখবেন ভেবেই আমি রোমাঞ্চিত। এই ছবির মাধ্যমে আবার একদল তুখোড় অভিনেতার সঙ্গে কাজ করা হবে। সত্যি বলতে, আমার আর তর সইছে না। আর জংলি পিকচার্সের মতো স্টুডিওর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছি।’

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সুধাংশু সারিয়া ‘উলঝ’ ছবির প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এক বাস্তব আর সাহসী কাহিনিকে পর্দায় তুলে ধরব। ছবিটি পরিচালনা করব ভেবেই আমি আন্দোলিত। জাহ্নবী কাপুর এই ছবির হৃৎস্পন্দন।’

এ মাসের শেষের দিকে ‘উলঝ’–এর শুটিং শুরু হবে। এই দেশাত্মবোধক থ্রিলারধর্মী ছবিতে জাহ্নবী ছাড়া আছেন গুলশন দাবৈয়া, রাজেশ তৈলাঙ্গ, রোশন ম্যাথিউ, শচিন খেড়েকর, মিইয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্তা এবং জিতেন্দ্র যোশির মতো অভিনেতাও।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন