[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টিভির পর্দায় ‘অনলাইন’ জীবন

প্রকাশঃ
অ+ অ-

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিনোদন প্রতিবেদক: প্রযুক্তি মানুষের জীবন যেমন সহজ করেছে, তেমনিই আবার করেছে জটিলও। একটা সময় মানুষের শারীরিকভাবে দেখা হতো কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেঞ্জার, হোয়্যাটসঅ্যাপের এই যুগে মানুষ সব ঢুকে পড়েছে অ্যাপের মধ্যে। অফলাইন নয়, অনলাইনই হয়ে উঠেছে মানুষের সঙ্গে যোগাযোগের বড় মাধ্যম। আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক সব যেন সেখানেই। তাতে কতুটুকু সুবিধা হয়েছে? নাকি উল্টো ‘ডিপ্রেশন’ নামক এক চোরাবালিতে পড়ে যাচ্ছে সবাই। এমন প্রশ্ন রেখে তৈরি হচ্ছে নাটক ‘শব্দপ্রেম’।

ভিকি জাহেদের পরিচালনায় নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। নিজের চরিত্র ও নাটকের গল্প নিয়ে ফারিণ বলেন, ‘আমাদের এই জেনারেশন অনেকটা অনলাইন-নির্ভর। যার জন্য আমরা অনলাইনে একটা চেহারা দেখি আবার অফলাইনে আরেক ধরনের। অনলাইনে নানান মানুষের সঙ্গে সহজে যোগাযোগ করার সুযোগ থাকায় এবং জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করে বসে। ধরুন একটা খারাপ খবর সে অনলাইনে শেয়ার করছে। সেটা কি সে নিজ থেকে অনুভব করে দিচ্ছে, নাকি অনলাইনে ‘সিমপ্যাথি’ পাওয়ার জন্য করছে! এটা একটা বড় প্রশ্ন কিন্তু। এ ছাড়া সবকিছু অনলাইনেই শেয়ার করার ফলে মানুষের মনের ভেতরে যে একাকিত্ব, সেটা প্রকাশ পাচ্ছে না। যার ফলে হয়তো অনেকে অনেক ধরনের পদক্ষেপ নেয়, যা হানিকারক হয়। অনেকেই আবার বিভিন্ন সিদ্ধান্ত নেয় মানুষ কী ভাববে এটা ভেবে। আমার চরিত্রটাও এ রকম। যেখানে সে মানুষকে অনুপ্রেরণা জোগায় কিন্তু নিজের জীবনই থাকে ডিপ্রেশনে।’

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন

গল্প প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘নাটকটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এর গল্প ডিপ্রেশন নিয়ে। গল্পে দুজন মানুষ প্রেম করে অনলাইনে, কিন্তু তারা দেখা করে না। তাদের দুই বছরের প্রেমের সম্পর্ক। মেসেজের মাধ্যমে তারা প্রেমটা চালিয়ে যায়। অনেকবার পরিকল্পনা করেও তারা দেখা করতে পারে না। তাদের একে অপরের সঙ্গে দেখা করার শক্তি বা সাহস নেই। অনলাইননির্ভর হওয়ায় ডিপ্রেশন তাদের গ্রাস করে।’

তিনি আরও বলেন, ‘এখানে একটা মেসেজ আছে। আমাদের সমাজে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েদের মধ্যে এটা অনেক দেখা যায়। এই জায়গা থেকে এটা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। প্রথমে নাটকটির নাম ছিল ‘ডেথ অ্যাঞ্জেল’। সেটা পরিবর্তন করে রাখা হয় ‘শব্দপ্রেম’।

তৌসিফ মাহবুব বলেন, ‘নাটকটির শুটিং অনেক আগে শেষ হয়েছে। ডিপ্রেশনকে ঘিরে নির্মিত হয়েছে নাটকটি। আমার চরিত্রটি ডিপ্রেশনে পড়া একজন মানুষ। অনলাইনে যোগাযোগটা সহজ হওয়ায় দেখা যায় মানুষ এখানেই সবকিছু শেয়ার করছে, কিন্তু তাদের যে একাকিত্ব সেটা কাটছে না।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, এ কে আজাদ সেতু। কে এস ফিল্মের ব্যানারে নাটকটির চিত্রনাট্যও ভিকি জাহেদের। নাটকটি ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রচারিত হবে।

তাসনিয়া ফারিণ | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন