[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদেশ যাওয়ার আশায় আদম ব্যাপারীকে টাকা দিয়ে নিঃস্ব ৫ পরিবার

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়গঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের আবদুল খালেক | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রায়গঞ্জ: বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদম ব্যাপারীকে টাকা দিয়ে পাঁচটি পরিবার প্রতারিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগীরা। তবে মামলার পর বাদীকে মামলা প্রত্যাহার ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার ধানগড়ায় রায়গঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার বেতুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভুক্তভোগী মো. আবদুল খালেক।

আবদুল খালেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে আবদুল খালেক বলেন, উপজেলার আঁকড়া গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে সিদ্দিক হোসেন (৫০) বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে গত বছরের ৩ নভেম্বর তাঁর কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে তাঁকে সৌদি আরবে পাঠান সিদ্দিক। তবে সেখানে গিয়ে দেখা যায়, তাঁর ভিসাটি ভুয়া। পরে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে অনেক কষ্টে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে ৩ মার্চ সিদ্দিকের বাড়িতে গিয়ে তাঁর কাছে টাকা ফেরত চাইলে সিদ্দিক তাঁর সঙ্গে মারমুখী আচরণ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ৭ মার্চ সিরাজগঞ্জের রায়গঞ্জের আমলী আদালতে আবদুল খালেক মামলা করেন। তিনি বলেন, মামলা করার পর থেকেই সিদ্দিক হোসেন তাঁকে হুমকি দিতে থাকেন। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ অবস্থায় বর্তমানে তিনি পরিবার–পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে সিদ্দিক হোসেন বলেন, ‘আব্দুল খালেক আমার নামে মিথ্যা অভিযোগে মামলা করেছেন। এ ব্যাপারে যা হওয়ার আদালতেই হবে। বর্তমানে আমাকেই মানুষ নানা পরিচয়ে হুমকি দিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে ভু্‌ক্তভোগী আরও চারজন উপস্থিত ছিলেন। ভু্‌ক্তভোগীরা হলেন একই উপজেলার বেতুয়া গ্রামের রাজু, রৌহা গ্রামের সালমান হোসেন, বিলচন্ডি গ্রামের সাইদুর রহমান ও সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের ফরিদুল ইসলাম। তাঁরা সবাই দাবি করেন, তাঁরা বিদেশ যাওয়ার জন্য সিদ্দিক হোসেনকে অন্তত তিন লাখ টাকা করে দিয়েছেন। এ সময় তাঁরা উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন