মুন্সিগঞ্জে বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় কিশোরী
![]() |
| মৃত বিড়াল কোলে নিয়ে কাদছে কিশোরী আছিয়া আক্তার। রোববার বিকেলে সিরাজদিখান থানা চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় মৃত বিড়াল নিয়ে মায়ের সঙ্গে হাজির এক কিশোরী। তার দাবি, পোষা বিড়ালকে হত্যা করা হয়েছে। সে এর বিচার চেয়ে থানায় অভিযোগ করতে চায়।
কিশোরীর নাম আছিয়া আক্তার (১৩)। সে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের মেয়ে। রোববার কিশোরীর পক্ষে সিরাজদিখান থানায় একটি অভিযোগ করেন মা আকলিমা আক্তার শারমিন। অভিযুক্তরা হলেন উত্তর ফুরশাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও মেয়ে সেলিনা।
আছিয়া আক্তার বলে, ‘আমি সেই ছোট্টবেলা থেকে এই বিড়ালটাকে পালন করেছি। রোববার দুপুর ১২টার দিকে আমার বিড়ালকে তাসলিমা ও তাঁর মেয়ে সেলিনা ঘাড়ে কাঠ দিয়ে একটি আঘাত করে। পরে আমি বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই, কিন্তু তাঁরা বলেন, আমার বিড়ালটা নাকি মারা গেছে।’
আছিয়া আরও বলে, ‘আমি বিচারের আশায় অভিযোগ করতে মৃত বিড়ালটা নিয়ে থানায় আসি। সেখানে গেলে পুলিশও প্রথমে আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে আমার আম্মুর কথায় তাঁরা থানায় অভিযোগ নেন। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘বিড়ালটি যখন আমাদের এখানে নিয়ে আসা হয়, তখন সেটি মৃত অবস্থায় ছিল।’
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিড়ালের ময়নাতদন্তের জন্য পশু হাসপাতালে পাঠানো হয়েছে।’
থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী সময়ে তদন্তসাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Comments
Comments