[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান আইজিপির

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহীতে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার দুপুরে নগরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশে এখন জঙ্গি নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদকের ব্যাপারে স্বস্তি ফেরেনি। মাত্র ২ থেকে ৩ শতাংশ মানুষ আইন মানে না। মাদকসহ অন্যান্য অপরাধে তারা জড়িত। মাদকের বিরুদ্ধে যত কঠিন হওয়া যায়, পুলিশ তার চেয়েও কঠিন হবে। মাদক কীভাবে দমন করতে হয়, তা পুলিশের জানা আছে। তিনি মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

রাজশাহী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের মহানগর কমিটির উদ্যোগে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আইজিপি বলেন, জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা এই দেশ এনে দিয়েছেন। এ দেশে আবার যদি কেউ আগুন–সন্ত্রাসের চেষ্টা করে, পুলিশ ও অন্যান্য বাহিনী সেই অপপ্রয়াস রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশকে সন্ত্রাসের রাষ্ট্র হতে দেওয়া যাবে না।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এখন পুলিশের চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে পুলিশে তাঁর চাকরি হচ্ছে না। পর্যায়ক্রমে সব চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে। অনেক সময় পুলিশের কোনো কোনো সদস্যের ব্যাপারেও তথ্য আসে। সেই রকম তথ্য আমাদের কাছে এলে আমরা তাঁকেও ছাড় দেব না।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক আবদুল খালেক, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ প্রমুখ।

মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ও র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন