জয়া–ভক্তদের জন্য সুখবর
শাকিল এ–ও জানালেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ‘পেয়ারার সুবাস’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য দেওয়া হবে। সেন্সর ছাড়পত্র হাতে না থাকায় মুক্তির দিনক্ষণ নিশ্চিত করে জানাতে পারছেন না বলেও জানালেন তিনি। ছবির পরিচালক নুরুল আলম আতিক, তাঁর পরিচালিত সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে ‘লাল মোরগের ঝুঁটি’।
![]() |
| জয়া আহসান | ছবি: সংগৃহীত |
‘পেয়ারার সুবাস’ ছবির শুটিংয়ের পর এই ছবির অভিনয়শিল্পী জয়া আহসান ও অন্য অভিনয়শিল্পীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। জয়া আহসান ‘পেয়ারার সুবাস’ নিয়ে বলেন, ‘আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।’
জয়া জানালেন, ‘ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’ জানালেন ছবির শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। পোস্ট প্রোডাকশনের কিছু কাজ দেশের বাইরে করার কথা রয়েছে।
![]() |
| জয়া আহসান | ছবি: সংগৃহীত |
প্রযোজক শাহরিয়ার শাকিল বললেন, ‘আমাদের ছবিটির কান্ডারি মূলত দুজন। নুরুল আলম আতিক আর জয়া আহসান। এই নির্মাতা যখন চিত্রনাট্য নিয়ে আমার সঙ্গে বসেন, আমি গল্প শোনার পাঁচ মিনিটের মাথায় বলেছি, ভাই, আমরা ছবিটা করছি। এমন ভাবনা ভাবার মতো নির্মাতা খুব কম। জয়ার বেলায়ও ঘটেছে একই ঘটনা। গল্প শুনে পাঁচ মিনিটের মাথায় বলেছেন, ছবিটা তিনি করছেন। আমরা যেহেতু ছবিটি ভালোভাবে শেষ করেছি, এখন মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করছি—তাই খুব শিগগিরই প্রচারণার কাজটি শুরু করব। আমরা ছবিটির মুক্তির খবর ছবিপ্রেমী সবার কাছে পৌঁছে দিতে চাই।’
‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ আরও অনেকেই।
![]() |
| জয়া আহসান | ছবি: সংগৃহীত |




Comments
Comments