[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোপালগঞ্জে সরস্বতী প্রতিমা ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-
প্রতিমাটির ঘাড় ভেঙে মাথা ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পূজা মণ্ডপে রাতের আঁধারে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন মণ্ডপে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পূজা উদযাপন শেষে রাত ১২টার দিকে পূজারীরা মণ্ডপ ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা মণ্ডপে প্রবেশ করে প্রতিমাটির ঘাড় ভেঙে মাথা ঝুলিয়ে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রতিমার এই অবস্থা দেখে পুলিশে খবর দেন।

ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু হাছনাতসহ পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। মন্দির কমিটিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই মামলা দায়ের করা হবে।’

তিনি আরও বলেন, 'ভাঙচুরের আগে ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়। এ কারণে ফুটেজ পাওয়া যায়নি।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন