[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে ইসি: সিইসি

প্রকাশঃ
অ+ অ-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনৈতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ইসির ব্রিফিংয়ে | ছবি: ইসির সৌজন্যে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করবে, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে ফিরে যেতে পারেন। এ বিষয়টি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে তুলে ধরেছে ইসি।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফ করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, বৈঠকে কূটনীতিকেরা কোনো পরামর্শ দেননি। তবে পোস্টাল ব্যালট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্ন ছিল।

সিইসি জানান, নির্বাচন কমিশন বৈঠকে নিরাপত্তাব্যবস্থার পূর্ণাঙ্গ পরিকল্পনা তুলে ধরেছে। নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

নাসির উদ্দিন বলেন, ‘খুব সুন্দর আলোচনা হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছে, তা কূটনীতিকদের জানানো হয়েছে। নির্বাচন কমিশন চায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে কোনো লুকোচুরি নেই।’ তিনি বলেন, কূটনীতিকেরা এতে সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনের ওপর আস্থা রেখেছেন যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে না—এ বিষয়ে কোনো প্রশ্ন উঠেছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে কূটনীতিকেরা কোনো প্রশ্ন করেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন